|| অনলাইন প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার) ||
করোনা ভাইরাসের কারণে এবার হলো না কমলগঞ্জের চড়ক পূজা ও মেলা। প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে ১৩ ও ১৪ই এপ্রিল দুইদিন ধরে এই পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর করোনাদুর্যোগে পড়ে সর্বজনীন এই অনুস্ঠান হচ্ছে না।
পূজা ও মেলা আয়োজক কমিটির সভাপতি অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরী দিঘীর পারে চড়কপূজা গেল দুই ‘ বছর ধরে হয়ে আসছে। এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। পূজাকে কেন্দ্র করে মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমারী জিনিসপত্রের পসরা নিয়ে বসেন দোকানিরা।
কিন্তু এবারে করোনার কারণে সরকার লোক সমাগম নিষিদ্ধ করায় পূজা ও মেলা বাতিল করা হয়েছে।
