হবিগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় অভিযোগ সাংসদের বিরুদ্ধে

হামলার সময়ে দুর্বৃত্তরা হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের নাম করে বলেছে, এমপির নামে নিউজ করার মজা দেখ এবার।

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

হবিগঞ্জে স্থানীয় খবরের কাগজ ‍‍“দৈনিক আমার হবিগঞ্জ” এর প্রধান প্রতিবেদকের ওপর সশস্ত্র হামলা করেছে দুর্বৃত্তরা । তার অভিযোগ, হামলার সময়ে দুর্বৃত্তরা হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের নাম করে বলেছে, এমপির নামে নিউজ করার মজা দেখ এবার। মারাত্মক আহত সাংবাদিক তারেক হাবিব বলেন, স্থানীয় আরেক পত্রিকা লোকালয় এর বার্তা সম্পাদক এমদাদুল ইসলামের সুহেলের নেতৃত্বে তার ওপর হামলা করা হয়।

শনিবার ৫ই সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে হবিগঞ্জ সদর থানা সংলগ্ন শনি মন্দিরের সামনে সুহেল ও শাওনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

সাংবাদিক তারেক হাবিব জানান, অফিসে যাওয়ার পথে তার ওপর অতর্কিতে লোহার রড দিয়ে হামলা করে আগে থেকে ওৎ পেতে থাকা সুহেল, শাওন সহ আরো কয়েকজন। গুরুতর আহত তারেক হাবিবকে স্থানীয়রা নিয়ে গিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

তারেক হাবিব এও জানান, কোন কিছু বুঝে ওঠার আগেই লোকালয় পত্রিকার বার্তা সম্পাদক সোহেল এর নেতৃত্বে মুখোশ পরা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার স্মার্টফোনটিও নিয়ে গেছে বলে জানান তারেক হাবিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন