|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
২৮ বিজিবি সুনামগঞ্জের একটি দল শুক্রবার সকাল ১১ টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন এবং পথচারী ও রিকশা চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন।
২৮ বিজিবি’র সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক মন্ডল, সুবেদার নজরুল ইসলাম, নায়েব আনোয়ার হোসেন, হাবিলদার মাহবুব এর নেতৃত্বাধীন একটি টীম সুনামগঞ্জ শহরের পুরাতন বাসট্যান্ড, কালিবাড়ী, ট্রাফিক মোড়, মধ্যবাজার, পশ্চিমবাজার, পূর্ব বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
বিজিবি’র সদস্যগণ জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সরকারের নির্দেশিত আইন মেনে চলার আহবান জানান। এ সময় বিজিবি’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন। এসময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।