কুড়িগ্রামে জাতীয় শোক দিবস পালিত

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

।। সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ।।

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।  এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ তার আত্নার শান্তিতে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা এসএম আব্রাহাম লিংকনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সকাল নয়টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করে।

শেষে এক মিনিট নিরবতা পালন করে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানাসহ জেলার বিভিন্ন অফিসের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন