।। সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজারের ‘স’ মিলে কাঠ ফারাইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ‘স’ মিল মালিক হারুন মিয়াসহ ৩ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের মধ্য কালির খামার গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র হারুন মিয়া (৫০), হাফিজুর রহমান (২৭) ও এরশাদ আলী (২৫) বেলকা বাজারের ‘ছ’ মিল থেকে বাড়ি ফেরার পথে বেলকা ডিগ্রী কলেজের সামনে বেলকা-ধুবনী পাকা সড়কে পৌঁছিলে মোকছেদুল ইসলাম ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। এসময় ‘ছ’ মিল ব্যবসায়ী হারুন মিয়ার কাছে থাকা টাকা ছিনতাই করে নেয় হামলাকারীরা।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
- কাবুলে আইএসের বোমায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৯০ জন
হারুন মিয়া, হাফিজুর রহমান ও এরশাদ আলী জীবনের ভয়ে দৌড়ে জিয়াউর রহমান ওরফে মিন্টু মিয়ার কনফেকশনারীর দোকানে আশ্রয় নেয়। প্রতিপক্ষ মোকছেদ আলী ও তার লোকজন সেখানেও হামলা চালিয়ে ব্যাপক মারাপিট, ভাংচুর ও লুটপাট করেছে বলে জানান কনফেকশনারীর মালিক জিয়াউর রহমান।
এ ঘটনায় দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।