।। সারাবেলা প্রতিনিধি, সাদুল্লাপুর ।।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে আলী শেখ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (২৬ জুলাই) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আলী শেখ মহেশপুর গ্রামের হারুন শেখের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, গতকাল (শনিবার)দুপুরে মহেশপুর নলেয়া নদীতে গরুকে গোসল করতে নিয়ে যায় আলী শেখ। কিছুক্ষণ পর গরুটি বাড়ি ফিরে আসলেও, আলী শেখ বাড়িতে আসেনি। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
- কাবুলে আইএসের বোমায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৯০ জন
পরে নলেয়া নদীতে পানিতে ডুবে যাওয়ার সন্দেহে সোমবার সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে আলী শেখের মরদেহ উদ্ধার করেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উজ্জ্বল মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।