|| সারাবেলা প্রতিনিধি, সাদুল্লাপুর (গাইবান্ধা) ||
গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সেনাসদস্য আব্দুর রহমান (অন্তর)। শনিবার ৩০শে আগস্ট বিকালে নিজ ঘরের দরজা বন্ধ করে বাঁশের ধর্নার সঙ্গে চাদর পেচিয়ে ফাঁস নেন অন্তর। ,রিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
২২ বছর বয়সী অন্তরের বাড়ি উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে। সে কর্মস্থল থেকে কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন রয়েছে।
অন্তর ২ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় এবং অবিবাহিত ছিল ।
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাজু মিয়া জানান, আব্দুর রহমান অন্তর ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি শুনেছি। কি কারণে মারা গেছে সে বিষয়টি তিনি জানেন না।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত থাকা সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।