রৌমারী সীমান্তে চোরাকারবারীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

|| অনলাইন প্রতিনিধি, কুড়িগ্রাম ||

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে এক বাংলাদেশী চোরাকারবারীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক চোরাকারবারীর নাম হযরত আলী (৪৮)।

সোমবার ১৫ জুন ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০নং এর কাছে ভারতীয় অংশে অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি জানায়, ওই সীমান্তের ১০৬০নং পিলারের কাছে ভারতের অভ্যন্তরে সোমবার ভোররাতে কয়েকজন চোরাকারবারী অবৈধভাবে প্রবেশ করে। এসময় ঝালচর ক্যাম্পের বিএসএফ সদস্যদের চোখে পড়লে তাদেরকে ধাওয়া করে। সবাই পালিয়ে বাংলাদেশে ফিরিয়ে আসতে পারলেও হযরত আলী (৪৮) কে আটক করে নিয়ে যায় ঝালরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। আটক হযরত আলীর বাড়ী উপজেলার শৌলমারী ইউনিয়নের লাউয়াবাড়ী গ্রামে।

এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক বাংলাদেশী হযরত আলীকে ফিরিয়ে আনতে বিএসএফ’র সাথে কথা বলেছি। তারা হযরত তাকে ঝালরচর থানায় মামলা দিয়ে ওই দেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন