রংপুর রেঞ্জে থানা ও জেলার শ্রেষ্ঠ ওসি মোয়াজ্জেম হোসেন

রংপুর রেঞ্জ শ্রেষ্ঠ থানা কুড়িগ্রামের উলিপুর থানা নির্বাচিত হওয়ার একদিন পর জেলা পুলিশ কুড়িগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন একই থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কুড়িগ্রাম জেলা পুলিশের সকল ইউনিট ও থানা পুলিশের সার্বিক কার্যক্রম মুল্যায়ন করে জেলা

|| সারাবেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) ||

রংপুর রেঞ্জ শ্রেষ্ঠ থানা কুড়িগ্রামের উলিপুর থানা নির্বাচিত হওয়ার একদিন পর জেলা পুলিশ কুড়িগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন একই থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কুড়িগ্রাম জেলা পুলিশের সকল ইউনিট ও থানা পুলিশের সার্বিক কার্যক্রম মুল্যায়ন করে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক (অক্টোবর ‘২০২০খৃীঃ) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক এবং পুরস্কার স্বরুপ নগদ অর্থ প্রদান করা হয়। থানার শৃংখলা রক্ষা, বিট পুলিশিং কার্যক্রমে অধিনস্ত পুলিশ অফিসারদের সঠিক দিক নির্দেশনা প্রদান এবং আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে অবদান রাখার সার্বিক মূল্যায়নে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন। জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের হাত থেকে গ্রহন করেন।

জেলা পুলিশ কুড়িগ্রামের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ও কুড়িগ্রাম সদর থানার ওসি মাহাফুজার রহমানকে বদলীজনিত বিদায় সংবর্ধনাও প্রদান করা হয়।

উল্লেখ্য ২০১৮ সালের জুলাই মাসের ১৯ তারিখে পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ মোয়াজ্জেম হোসেন উলিপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গাইবান্ধা জেলা পুলিশ থেকে জেলা পুলিশ কুড়িগ্রামের উলিপুর থানায় বদলী হয়ে আসেন।

তিনি উলিপুর থানায় ২ বছর ৩ মাসেরও অধিক সময় একজন দক্ষ ওসি হিসেবে উলিপুর থানার কার্যক্রম পরিচালনা করেন। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গৃহস্থ সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ব্যাক্তি জীবনে দুই ছেলে সন্তানের বাবা।

আজ বৃহস্পতিবার সন্ধায় আনুষ্ঠানিক ভাবে ওসি ইমতিয়াজ কবীরের কাছে দায়িত্বভার অর্পন করবেন। ওসি মোয়াজ্জেম হোসেন আরআরএফ রংপুরে যোগদান করবেন বলে জানা গেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন