|| সংবাদদাতা, রংপুর ||
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ কতৃক ৯ কেজি ৫শ গ্রাম গাজাসহ, ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট হাতিবান্ধা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক এএসপি মিডিয়া মাহমুদ বশির আহমেদ।
গ্রেফতারকৃতরা হলো, শিংগীমারী গ্রামের আব্বাস আলী ছেলে খলিলুর রহমান (৪৬), বাড়াই পাড়া (কালিপাড়া) গ্রামের মৃত আফছার উদ্দিন ছেলে নজরুল ইসলাম (৪৫),জেহের উদ্দিন ছেলে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা অবৈধ কতৃক ৯ কেজি ৫শ গ্রাম গাজাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়াও তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।