মাকে পিটিয়ে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে গ্রেফতার

|| সারাবেলা প্রতিনিধি, রংপুর ||

গাইবান্ধায় মাদক সেবনের জন্য মাত্র ৫০ টাকা না দেওয়ার কারনে মা কে পিটিয়ে হত্যা করার ঘটনায় মাদকাসক্ত ছেলে সাজ্জাদুল হককে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

বুধবার ১৪জুলাই সকালে রংপুর র‌্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সন্মেলনে  এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব ১৩ এর অধিনায়ক রেজা আহমেদ।

তিনি জানান, মাদকের টাকা নে দেওয়ায় সে তার মাকে নিষ্টুরভাবে শরীরের বিভিন্ন জায়গায় জখম ও বুকে অনবরত লাথি মারে। পরে আহত অবস্থায় মা খাদিজা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরন করে।

সংবাদ সারাদিন