বাড়ি বাড়ি নারিকেল গাছ পৌঁছে দিচ্ছেন পীরগঞ্জের পৌর মেয়র

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরে বাড়ি বাড়ি নারিকেল গাছ পৌঁছে দিচ্ছেন এই প্রতীক নিয়ে পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।

|| সারাবেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ||

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরে বাড়ি বাড়ি নারিকেল গাছ পৌঁছে দিচ্ছেন এই প্রতীক নিয়ে পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক। তিনি শপথ গ্রহণের আগেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পৌর শহরের প্রতিটি বাড়িতে নারিকেল গাছ পৌঁছে দিচ্ছেন ।

পৌর শহরের ৫নং ওয়ার্ডে ১২ জানুয়ারী মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে নারিকেল গাছ প্রতীকের  নব নির্বাচিত মেয়রের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। নির্বাচনি প্রচারণায় পীরগঞ্জ পৌরসভাকে আধুনিকায়, প্রত্যেকটি ওয়ার্ডে অভিযোগ বাক্স স্থাপন, পৌর শহর মাদক মুক্ত করা সহ নানা প্রতিশ্রুতির পাশাপাশি পৌরসভার প্রত্যেকটি বাড়িতে একটি করে নারিকেল গাছের চারা বিনামূল্যে প্রদান করার প্রতিশ্রুতি দেন তিনি।

এতে ব্যাপক সাড়া পান এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তাই নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষার্থে শপথ গ্রহণের আগেই বাড়ি বাড়ি নারিকেল গাছের চারা পৌঁছে দিচ্ছেন।

নব নির্বাচিত পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক বলেন, পৌরবাসী আমাকে গত ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচন করেছেন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পীরগঞ্জ পৌরশহরের প্রায় ৮ হাজার বাড়িতে নারিকেল গাছের চারা দেওয়া শুরু করেছি।

আমি সুস্থ্য থাকলে পীরগঞ্জ পৌরশহরের প্রতিটি বাড়িতে নারিকেল গাছের চারা পৌছে দিব। এছাড়াও ২৬ শে মার্চে ৭১ টি, ২১ ফ্রেব্রুয়ারি ২১টি, ১৬ডিসেম্বর ১৬টি নারিকেল গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

 

সংবাদ সারাদিন