|| অনলাইন প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বাসাবাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের গর্তে পড়ে ২ জনের নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার সুজন মিয়া ও বালাটারী গ্রামের রাজ মিস্ত্রী আল আমিন।
এলাকাবাসীরা ও পুলিশ জানায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট এলাকার জনৈক কলেজের প্রভাষক আব্দুল আউয়ালের বাড়ীতে আধা পাকা দালান ঘরের কাজ চলছিল। সেই দালান ঘরের ভেতরে সেপটিক ট্যাংক ছিল। নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অন্তত ২০ফুট গর্ত খুঁড়ে কাঠ ও চটের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
শুক্রবার দালান ঘর নির্মাণের কাজ করার সময় রাজমিস্ত্রী আল আমিন অসাবধানতার কারণে সেপটিক ট্যাংকের গর্তে সে পড়ে যায়। এসময় অন্য রাজমিস্ত্রীদের চিৎকারে পাশের সুজন মিয়া নামের এক যুবক এসে তাকে উদ্ধার করতে গর্তে নামে। এতে দুইজনই গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে।
আরও পড়ুনঃ নাঃগঞ্জে বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু নিহত
পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আধা ঘন্টার মধ্যে দুজনকে গুরুতর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে। এরপর দুজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সুজন মিয়া গঙ্গারহাট এলাকার সাহেব আলীর ছেলে।
এ বিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমন মিয়া জানান, খবর পেয়ে প্রায় আধা ঘন্টার অভিযানে দুজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার (ওসি তদন্ত) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।