প্রেমের কারণেই খুন হয়েছেন কলেজ ছাত্রী সুলতানা

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দিনে বেলায় আতিকা সুলতানা (১৬) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিহত কলেজছাত্রীর মা হামিদা বেগম বলেন, মেয়ের প্রেমিকসহ অপর এক যুবক সুলতানাকে হত্যা করেছে। অপরদিকে নিহতের বাবা আমিনুল ইসলামের অভিযোগ পরিবারের সদস্যরাই হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতানা ক্বারী আমিনুল ইসলামে মেয়ে ও  উদয়ন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।

সুলতানার মা হামিদা বেগম বলেন, রাসেলের সঙ্গে সুলতানার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জের ধরে শুক্রবার দুপুরে রাসেলসহ দুই যুবক বাড়িতে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে সুলতানাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

তবে সুলতানার বাবা আমিনুল ইসলাম বলেন, রাসেল-সুলতানার প্রেমের সম্পর্কের জের ধরে শুক্রবার দুপুরে সুলতানার সঙ্গে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের বাকবিতন্ডা হয়। তাদেরই কেউ সুলতানাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে।

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, প্রেমঘটিত ঘটনার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। সুলতানার মায়ের অভিযোগের পাশপাশি নিহতের বাবার বর্ণনা মোতাবেক মা হামিদা বেগম ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ সারাদিন