||অনলাইন প্রতিনিধি ,কুড়িগ্রাম ||
কুড়িগ্রামে যাত্রীবাহী বাস ও অন্য পরিবহনে কুড়িগ্রাম জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনামূলক স্টিকার লাগালেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ বিভাগের আয়োজনে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে বিভিন্ন যাত্রীবাহী বাস ও অন্য পরিবহনে স্টিকার লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক সার্জেন বানিউল আনাম, জেলা মটর মালিকের সাধারণ সম্পাদক লুৎফর বকসী ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল সরদার প্রমূখ।
এসময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে দূর পাল্লার পরিবহনগুলোতে যাতে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এবং সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রি পরিবহন করা হয় তা সচেতন করা হয়। পাশাপাশি ফিটনেসবিহিন গাড়ি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।