|| অনলাইন প্রতিনিধি, কুড়িগ্রাম||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ বছরের শিশু সাদিয়ার হত্যাকারী চাচা নাজমুল (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রামের শফিকুল ইসলামের ৫ বছরের শিশু কন্যা সাদিয়া নিখোঁজ হয়। পরে কাঁচা পাট দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় দুইদিন পর তার লাশ পাট খেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাদিয়ার বাবা শফিকুল নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে বৃহস্পতিবার দুপুরে পুলিশ হত্যাকারী সাদিয়ার চাচা নাজমুলকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে নাগেশ্বরী থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যাপক ভাবে তদন্ত শুরু করেন। এক পর্যায়ে আসামী নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর নাজমুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে শিশু সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে। এছাড়াও ভোররাতে আটক নাজমুলের দেয়া তথ্যমতে একটি জঙ্গল থেকে শিশু সাদিয়ার পরিধেয় বস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, আসামী নাজমুল আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এরপর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।