|| সারাবেলা প্রতিনিধি, (নবাবগঞ্জ) দিনাজপুর ||
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী মৃত্যুবরণ করেছে। মৃত ব্যাক্তির নাম সজিত কর্মকার (৩৫)৷ তিনি উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিমর গ্রামের সুরেশ কর্মকারের ছেলে।
বুধবার ১৪ই অক্টোবর, বেলা ১২ টার দিকে উপজেলার বিরামপুর-ভাদুরিয়া মহাসড়কের চড়ারহাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
নিহতের পরিবার জানায়, ব্যাক্তিগত কাজে বিরামপুর যাওয়ার পথে একটি পিক-আপ ভ্যানের সাথে এই দুর্ঘটনা হলে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আজ বেলা ৩ টার দিকে সুজিত কর্মকার মৃত্যুবরণ করেন।
