|| সারাবেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||
নওগাঁর ধামইরহাটে নামমাত্র দামে কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে যারা কোরবানি দিয়েছেন এমন অনেককেই দাম না পেয়ে চামড়া ফেলে দিতেও দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘটেছে এমন ঘটনা।
উপজেলার আমইতাড়া বাজার, মঙ্গলবাড়ী বাজার, ফতেপুর, রাঙ্গামাটি বাজারে গিয়ে দেখা গেছে একলাখ টাকার গরুর চামড়া একশ পঞ্চাশ থেকে মাত্র দুইশ টাকায় বিক্রি করতেও দেখা গেছে। ছাগল, ভেড়ার চামড়া প্রতিটি পাঁচ টাকায় বিক্রি করলেও কোথাও কোথাও দাম না পেয়ে রাস্তার পাশে ফেলে দিতে দেখা গেছে।
আমইতাড়া বাজারে কোরবানি পশুর চামড়া কিনতে আসা চামড়া ব্যাসায়ী জগদীশ বলেন, উপরে কাঁচা চামড়ার চাহিদা অনেক কম। খুব ভালো হলে গরুর চামড়া একশ থেকে তিনশ টাকায় কিনছি। আর ভেড়া, ছাগলের চামড়া বিশ থেকে তিরিশ টাকায় বেচাকেনা চলছে।
বাজারে গরুর চামড়া বিক্রি করতে আসা ফারুখ বলেন, আশি হাজার টাকার গরুর চামড়া অনেক কষ্টে মাত্র দুইশ টাকায় কোন মতে বিক্রি করলাম। অথচ কয়েক বছর আগে এ ধরনের চামড়া বাজারে চার থেকে পাঁচ হাজার টাকায় কেনাবেচা হয়েছে। চামড়া ব্যাবসাও এখন সিন্ডিকেটের দখলে চলে গেছে।
অপর বিক্রেতা আব্দুর রহমান বলেন, সিন্ডিকেটরা গরীবের পেটে লাথি মারছে অথচ দেখার কেই নেই। আমরা এতগুলো চামড়া নিয়ে এখন কি করবো।