|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বাস্তবায়ন হয়ে আসছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা কার্যক্রম। এরইমধ্যে ওইসব সুবিধাভোগিদের জন্য ডাটাবেজ তৈরী করা হলে, সেখানে প্রায় ৪ ভাতাভোগির তথ্য পাওয়া যায়নি। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে সচেতন মহলের মধ্যে।
জানা যায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচিতে উপজেলার ১১ ইউনিয়নের ১৯ হাজার ২৭৪ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ব্যক্তি সরকার প্রদত্ত ভাতা গ্রহন করে আসছেন। গত দুইমাস আগে এসব সুবিধাভোগিদের তথ্য হালনাগাদ করতে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক ডাটাবেজ তৈরীর জন্য ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ (এমআইএস) কার্যক্রম চালু করা হয়।
এ কার্যক্রমে উল্লেখ থাকে যে, সকল ভাতাভোগি স্বেচ্ছায় তাদের ভাতাবই নিয়ে স্বস্ব ইউনিয়ন পরিষদে অনলাইন ডাটাবেজ করে নিবেন। এতে করে ভাতাভোগি নির্বাচন মানদণ্ডে কোনো অসঙ্গতি থাকলে, সেটি এমআইএস সিস্টেমে সাবমিট হবে না। সেই সময় এই কার্যক্রমের শুরুতে ১৯ হাজার ২৭৪ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১৫ হাজার ২০৮ জন ব্যক্তি তাদের ভাতাবই নিয়ে ডাটাবেজ পদ্ধতিতে যুক্ত হন।
সস্প্রতি খোঁজ নিয়ে দেখা যায়, এমআইএস কার্যক্রমের দুইমাস অতিবাহীত হলেও, প্রয় ৪ সহস্রধিক ভাতাপ্রাপ্ত ব্যক্তি ডাটাবেজে যুক্ত হয়নি। যার ফলে সচেতন মহলের মনে নানাবিধ প্রশ্নের দানা বেঁধেছে।
এ বিষয়ে একাধিক সচেতন ব্যক্তি বয়স্ক, বিধবা কিংবা প্রতিবন্ধি নয়, এমন কিছু ব্যক্তি জনপ্রতিনিধিদের অর্থের বিনিমিয়ে ভাতাকার্ড করে নিয়েছিলেন। ইতোমধ্যে ডাটাবেজ সিস্টেম চালু করায় ওইসব ভুয়া ভাতাভোগি এ সিস্টেমের আওতায় আসেনি। নিশ্চয় তাদের ভাতা নির্বাচন মানদণ্ডে নানা অসঙ্গতি রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ উপজেলার ৪ সহস্রাধিক ভাতাভোগি ব্যক্তি স্বেচ্ছায় ডাটাবেজে যুক্ত না হওয়ার বিষটি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়।
তিনি বলেন, ভাতাপ্রাপ্ত ব্যক্তি হালনাগাদ কল্পে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) কার্যক্রমটি চলমান প্রক্রিয়ায় রয়েছে। এখন পর্যন্ত এ কার্যক্রমে যারা সংযুক্ত হয়নি, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।