|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গাইবান্ধায় কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। নামমাত্র দামে বিক্রি হলেও এসব চামড়া নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে ব্যবসায়ীরা। চামড়ার সঠিক মূল্য না পাওয়ায় লোকসানে পড়েছে অনেকেই।
দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মনিটরিং টিম গঠন করা হলেও কোরবানির পশুর চামড়া নামমাত্র দামে কেনা-বেচা হচ্ছে।
গাইবান্ধার সাত উপজেলায় কোথায় চামড়া বিক্রি হয়েছে ৭০ থেকে ১০০ টাকায় আবার কোথাও বিক্রি হয়েছে। আবার কোথায়ও চামড়া বিক্রি হয়েছে ৩০০ থেকে সাড়ে তিনশত টাকায়। এতে করে দরিদ্র মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তেমনি লোকসানে পড়েছে ব্যবসায়ীরা।
মূল্যে কম হওয়ায় অনেকেই এতিমখানা বা মাদ্রারাসায় চামড়া দান করেছেন, কেউবা ফেলে দিয়েছেন নদীতে।