গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।নিহতরা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকার বাসিন্দা।নিহতরা হলেন, রেজাউল করিম (৪০) ও তার মা রেখা

|| সারাবেলা প্রতিনিধি,গাইবান্ধা || 

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।নিহতরা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকার বাসিন্দা।নিহতরা হলেন, রেজাউল করিম (৪০) ও তার মা রেখা বেগম (৫৮) এবং ভাতিজা সুজন মিয়া।

শুক্রবার ১৩ই নভেম্বর  সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে ধানের বীজ ফেলতে যাচ্ছিলেন রেজাউল।  পথে মাঠে হেলে থাকা বাঁশের খুঁটিতে টানা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এ সময় তার মা রেখা বেগম ও ভাতিজা সুজন তাকে বাঁচানোর চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিমকে মৃত ঘোষণা করেন। এর আগে বাড়িতেই মারা যান তার মা রেখা বেগম ও ভাতিজা সুজন মিয়া।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন