কুড়িগ্রামে ফের বন্যায় অর্ধশতাধিক চর প্লাবিত

কুড়িগ্রামে আবারো সবকটি নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারি বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি গতকাল বৃহস্পতিবার থেকে আবারো বৃদ্ধি অব্যাহত রয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম  ||

কুড়িগ্রামে আবারো সবকটি নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারি বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি গতকাল বৃহস্পতিবার থেকে আবারো বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ১০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পাউবো নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরের পর আবার পানি কমে ধরলার পানি বিপৎসীমার মাত্র ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, পানি বেড়ে অর্ধ শতাধিক চরের নিচু এলাকা আবারও প্লাবিত হয়েছে। নিমজ্জিত হয়েছে সদ্য রোপন করা রোপা আমনসহ কিছু বাড়িঘর। ধরলা নদীর তীব্র ভাঙনে সদর উপজেলার সারডোব এলাকায় বিকল্প বাঁধের নতুন করে আবারো ৪ মিটার অংশ ভেঙে বিলীন হয়ে গেছে। প্রবল নদী ভাঙন ও পানির তীব্র স্রোতে সারডোব এলাকার ঘর বাড়ি সরিয়ে নিচ্ছেন এলাকাবাসীরা। অনেক গৃহহীন মানুষ চলে যাচ্ছেন বাঁধ ও উঁচু রাস্তায়।

গত ৪ দিনে জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের শিকার হয়ে আরো শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। ভাঙন কবলিতদের চোখে মুখে অত্যন্ত দু:খের ছোঁয়া। ভিটেমাটি হারিয়ে নি:স্ব হচ্ছেন অনেক পরিবার।

ওই এলাকার নুর হোসেন ও তার পরিবার ঘরবাড়ির মালামাল সরিয়ে নিচ্ছেন নৌকা করে বাঁধে যাবেন।তিনি বলেন, হামার সউগ শেষ হয়া গেল বাবা। আস্তাত যায়া উঠি তাতো মাইনসে বাঁধা দেয়। কোথাও থাকার জায়গা হামার নাই। একই অবস্থা আরো অনেক পরিবারের। গত তিন দফা বন্যায় নদী ভাঙন তীব্র আকার ধারন করে। সে সময় বন্যা নিয়ন্ত্রণ বিকল্প বাঁধটির ৪০০ মিটার অংশ ভেঙে বিলীন হয়ে গেলে গৃহহীণ হয় দুই শতাধিক পরিবার।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পানি নেমে গেলে ৮০০ মিটার অংশ স্থায়ী তীর প্রতিরক্ষার কাজ করা হবে। তখন আর ভাঙনের সমস্যা থাকবেনা। এছাড়াও জেলায় বন্যায় ৩৭ কি.মি. বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, জেলার ১৯টি পয়েন্টে ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন