|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই প্রতিবন্ধী ভাইয়ের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে পার্শ্ববতী পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত দুই ভাই মারুফ হোসেন (৭) ও মাউন মিয়া (১০) চেয়ারম্যান পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তবে দুই ভাই প্রতিবন্ধী ছিল বলে এলাকাবাসী ও তাদের পরিবার জানায়।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়ি থেকে একসাথে দুই ভাই মারুফ ও মাউন বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে তাদেরকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে রাতে মাইকিং করে নিখোঁজ দুই শিশুর সন্ধান চান তার বাবা মা।
মঙ্গলবার সকালে এলাকাবাসীরা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ওই দুই শিশুর লাশ ভাসতে দেখে। এরপর এলাকাবাসী ও তার স্বজনরা দুজনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মোগলবাসা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।