কুড়িগ্রামে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

|| অনলাইন প্রতিনিধি, কুড়িগ্রাম ||

কুড়িগ্রামের উলিপুরে মেয়ের বিয়ের বৌ-ভাতের দাওয়াত খেয়ে নৌকাযোগে বাড়ি ফেরার মাঝপথে ধরলা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন মেয়ের বাবাসহ ৪জন। বুধবার সন্ধ্যার দিকে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাসিমবাজার এলাকায় ধরলা নদীতে। নৌকার যাত্রীরা প্রচন্ড বৃষ্টির কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় পড়েন। এরপর রাত এগারোটা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করতে পারেনি।

পরে বৃহস্পতিবার ২৮ মে সকাল ৯টার দিকে রংপুর থেকে আগত ডুবুরি দল এসে ৩ ঘন্টার অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে ৪জনের লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া ৪জন হলেন-দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায় গ্রামের মৃত কেরামত উল্লার ছেলে নুর ইসলাম নুরু, তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম, অপর এক নুর ইসলাম ও কামরুজ্জামান।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বুড়াবুড়ির চর কলাকাটা নামানীর চরে বিয়ের দাওয়াত খেয়ে মেয়ের বাবাসহ কনে পক্ষের প্রায় ৪০-৪৫জন ইঞ্জিন চালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। মাঝপথে বৃষ্টির কবলে পড়ে সকলেই একসাথে পলিথিন নিয়ে টানাটানি করার সময় নৌকা উল্টে যায়। এতে সবাই সাঁতরিয়ে তীরে পৌঁছাতে পারলেও মেয়ের বাবা নুর ইসলামসহ ৪জন নিখোঁজ হন। এরপর বৃহস্পতিবার ৯টার দিকে রংপুর থেকে আগত ৪সদস্যের ডুবুরি দল ও উলিপুর ফায়ার সার্ভিসকর্মীরা একত্র হয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উলিপুরের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন