আসামী ধরতে গিয়ে সিআইডির এএসপিসহ আটক ৪

|| সারাবেলা প্রতিনিধি, রংপুর ||

অনুমতি ছাড়া আসামী গ্রেফতারের নামে অভিযান চালাতে গিয়ে রংপুর সিআইডি’র এএসপিসহ ৩ পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার দুপুরে সিআইডি রংপুরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আতাউর রহমান জানান, এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে সিআইডি রংপুরের সিনিয়র এএসপি সারোয়ার কবীর সোহাগ ভাড়া করা গাড়িতে করে ছুটিতে থাকা এএসআই হাসিনুর রহমান ও পুলিশ কনষ্টবল আহসানুল ফারুখ মিলনকে নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামে লুৎফর রহমানকে গ্রেফতার করতে যায়।

সেখানে তাকে না পেয়ে স্ত্রী ও ছেলেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান তারা। লুৎফর রহমানের পরিবার অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং টাকা নিতে আসলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

সংবাদ সারাদিন