আলুর বস্তায় কৌশলি ফেন্সিডিল কোচযাত্রী গ্রেফতার

বুধবার ১৮ই ফেব্রুয়ারি রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানিফ কোচ থেকে সাদ্দামকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।  গ্রেফতার সাদ্দাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের খাসিরুল ইসলামের ছেলে।

|| সারাবেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ||

ঠাকুরগাঁওয়ে ১০ কেজি আলুর বস্তার ভেতরে ২শ ৪৮ বোতল ফেনসিডিল খুঁজে পেয়েছে পুলিশ। বহনকারী কোচযাত্রী সাদ্দামকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে বাসটিকেও।

বুধবার ১৮ই ফেব্রুয়ারি রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানিফ কোচ থেকে সাদ্দামকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।  গ্রেফতার সাদ্দাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের খাসিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, পঞ্চগড়  থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন যাত্রীবাহি কোচে আলুর বস্তায় ফেনসিডিল নিয়ে একজন যাত্রী ঢাকা যাচ্ছেন জানতে পারে তারা। এ খবরে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয় এবং হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়। পরে কোচযাত্রী সাদ্দামকে সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, কোচের মালামাল রাখার লকারে আলুর বস্তায় ফেনসিডিল রয়েছে। পরে উপস্থিত জনগণের সামনে ওই আলুর বস্তা থেকে ২৪৮ বোতল ফেনসিডিল বের করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

 

সংবাদ সারাদিন