সিরাজগঞ্জের সাবেক সাংসদ সরোয়ার মারা গেছেন

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জ– ৬ (শাহজাদপুর) আসনের বিএনপি দলীয় দুইবারের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) আর নেই। রোববার দিবাগত রাত ২টায় ঢাকার ধানমন্ডির কিডনি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে শাহজাদপুরে শোকের ছায়া নেমে এসেছে।এদিকে বিএনপির প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তোপ্তক পরিবারকে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ এডভোকেট মোকাদ্দেছ আলী,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি, সদর থানা বিএনপি, শহর বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ এ মুহিত তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

তিনি বলেন, ” এই সৎ, নির্লোভ, নিবেদিতপ্রাণ মানুষটির  অভাব কখনো পূরণ হবার নয়। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের ২ বারের সংসদ সদস্য হিসেবে তিনি সংসদে তিনি শাহজাদপুরের উন্নয়ন নিয়ে সোচ্চার ছিলেন। শাহজাদপুরবাসী তাকে চিরকাল মনে রাখবে।  মহান আল্লাহপাক এই মহৎপ্রাণ মানূষটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। “

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন