সিরাজগঞ্জে দোকানপাট খুললেও স্বাস্থ্যবিধি মানায় অনীহা

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

ঈদ সামনে রেখে সরকারি নির্দেশনা মত খুলে দেওয়া হয়ছে জেলা শহরের সকল দোকানপাট। খুলেছে বিপনিবিতানগুলোও। প্রায় দেড়মাস বন্ধ থাকার পর সোমবার ১১ই মে থেকে শহরের এসব দোকানপাট খোলায় ক্রেতাসাধারণের ভীড় সামলানোই দায় হয়ে পড়ে। বিশেষ করে এস এস রোডের কাপড়ের মার্কেট, কসমেটিক্সের দোকান ও গার্মেন্টসের দোকানগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভীড়। এতে জনদূরত্বের কোন বালাই ছিল না। করোনাঝুঁকি এড়াতে কারো মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলবার কোন তাগিদ দেখা যায় নি।

নারী শিশুসহ সব বয়সী মানুষের একপ্রকার গা ঘেষাঘেষি করেই চলছে ঈদের কেনাকাটা। শহরের কয়েকটি দোকানে জীবাণুনাশক স্প্রে করা হলেও বেশির ভাগ দোকানপাটেই নেই করোনাভাইরাস রোধে কোন সুরক্ষা ব্যবস্থা।
এককথায় জেলা শহর এখন ঈদ কেনাকাটায় ব্যস্ত। একজন ক্রেতা জানান, অল্প কিছু কেনাকাটা দরকার ছিলো, সেজন্যই এসেছি।
তবে ব্যবসায়ীরা বলছেন, প্রায় দেড়মাস পর দোকানপাট খুলেছে, বেচাকেনা কম। জমতে কিছুটা সময় লাগবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন