|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
খুলনার রূপসাসহ সারাদেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মের কয়েকটি সংগঠনের আয়োজনে বক্তব্য রাখেন এ্যাড. বাবু শুশান্ত কুমার মহন্ত, দ্রীজেন্দ্রনাথ দাশ, চনল চক্রবর্তী, চৈতন্য কর্মকার, সম্পা মহন্ত সহ সনাতন ধর্মালম্বীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দিরসহ বেশ কিছু ব্যবসায়ীক প্রতিষ্ঠান, বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন জোর দাবি জানান।