রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী অপহৃত

উপজেলার নওটিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। ওই স্কুল ছাত্রী পীরগাছা ঈদগা মোড়ে পৌঁছলে বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর খাঁ পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সম্রাট আলী সমেলসহ ৪-৫ জন তার পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়।

|| সারাবেলা প্রতিনিধি, রাজশাহী ||

রাজশাহীর বাঘায় উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। বুধবার ২৩শে সেপ্টেম্বর বিকেলে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন ছাত্রীর বাবা। তিনি বাঘা থানায় অপহরণের অভিযোগও দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নওটিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। ওই স্কুল ছাত্রী পীরগাছা ঈদগা মোড়ে পৌঁছলে বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর খাঁ পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সম্রাট আলী সমেলসহ ৪-৫ জন তার পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, অপহরনের একটি অভিযোগ পেয়েছি। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন