সিরাজগঞ্জে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জ পৌর কেন্দ্রীয় মালশাপাড়া কবরস্থানের জায়গা দখল করে অবধৈভাবে মার্কেট নির্মাণ ও মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহরবাসী।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শহরের মালশাপাড়া কবরস্থান সংলগ্ন নিউ ঢাকা রোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের শেষ ঠিকানা কবরস্থান। মৃত্যুর পরে এই কবরেই মুসলমানদের আশ্রয় হয়। অথচ কতিপয় ব্যক্তি শহরের কেন্দ্রীয় মালশাপাড়া কবরস্থানের জায়গা দখল করে অবধৈভাবে মার্কেট নির্মাণ মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালাচ্ছে কতপিয় লোকজন। কবরস্থানরে জায়গা দখল বন্ধ ও মাদকসহ সকল অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবী জানিয়ে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে কঠোর আন্দোলনে যাবে পৌরবাসী।

পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম হাশেমের সঞ্চালনায় মানববন্ধনে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, কৃষকলীগের সাধারণ সম্পাদক মণিরুজ্জামান মনি, ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপরে সাধারণ সম্পাদক গোলাম রব্বানি ডাবলু, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাংবাদিক হারুন-অর-রশিদ খান হাসান, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন