|| অনলাইন প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||
পানি আসতে শুরু করেছে ধামইরহাটের টুটিকাটা খালে। প্রায় মজে যাওয়া খালটি ফের খনন করায় এতে পানি জমতে শুরু করেছে। এলজিইডির টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খালটি খনন করা হয়। গেল একমাস ধরে এই খননকাজ দেখভাল করেছে টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। স্থানীয়রা খালের পানিতে সেচকাজ শুরু করেছেন কৃষক। হাঁস খামারিরাও ভোগ করছেন এর সুফল।
মঙ্গলবার ২১শে এপ্রিল খনন কাজের শেষটা দেখতে আসেন উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে খনন কাজ শেষ করায় তিনি টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোতারফ হোসেন ও সম্পাদক আজিজার রহমানকে ধন্যবাদ জানান।
প্রকৌশলী আলী হোসেন বলেন, খাল পূনঃখনন কাজের সুবাদে গেল একমাস শ্রমিকরা যেমন কিছুটা রোজগার করতে পেরেছেন। তেমনি এখন এই মৌসুমে কৃষকরা সুলভে তাদের ফসলের উৎপাদন বাড়াতে এই খালের পানি ব্যবহার করতে পারবে। পাশাপাশি এই খালে হাঁসের খামার ও মাছ চাষসহ বিভিন্ন উৎপাদনমুুখী ও লাভজনক প্রকল্প বাস্তবায়ন করতে পারবে এই সমবায় সমিতি।
উল্লেখ্য গত ১৯শে মার্চ এলজিইডির বাস্তবায়নে টুটিকাটা পাবসস লিমিটেডের ব্যবস্থায় ৩৯ লাখ ৭৮ হাজার ৭৫৮ টাকা খরচ করে ৩ দশমিক ১ কিলোমিটার খাল পুনঃকাজের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।