|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই একটি লং-ভেইকেলের চাপায় দু’জন নিহত ও আরো ৩ জন আহত হয়েছে।
সোমবার ২০ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভেইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচজন পথচারীকে ধাক্কা দেয়। তখন এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
হাটিকুমরল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকী উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দমকল বাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করি। লাশ দু’টি হাটিকুমরল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।