জয়পুরহাটে গলায় ফাঁস দিয়ে নববধুর আত্নহত্যা

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটের পাঁচবিবিতে ফারহানা আক্তার জুলির (১৯) নামের এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

সোমবার ৫ই এপ্রিল সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার বালিঘাটা গনেশপুর গ্রামের হাফিজুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় মাস আগে জুলি ও হাফিজুলের বিয়ে হয়। মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। সকালে হাফিজুল ঘুম থেকে উঠে দেখের তার স্ত্রী ঘরের বাঁশের সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলে আছে।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সারাদিন