জাতীয় জুটমিলসহ বন্ধ সবমিল চালু ও শ্রমিকদের পাওনা দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ

শ্রমিক-কর্মচারী এবং সর্বপোরি রাষ্ট্রের স্বার্থে এসব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকদের কাজ উৎপাদন করা। আর উৎপাদিত পন্য বিক্রি ও প্রতিষ্ঠানকে লাভজনক করবার দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। ব্যবস্থাপনায় দুর্ণীতির কারণেই এসব মিলে বছরের পর বছর ধরে লোকসান গুণতে হচ্ছে জানিয়ে বক্তারা রাষ্ট্রীয় মালিকানায় রেখেই দুর্ণীতিমুক্ত ব্যবস্থাপনায় পাটকলগুলো চালুর দাবি জানান।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ দেশের সকল বন্ধ পাটকল বন্ধ চালু এবং শ্রমিক কর্মচারিদের গেল সাড়ে চার বছরের বকেয়া বেতন-মজুরী ও বোনাসের যাবতীয় অর্থ পরিশোধের দাবীতে গণঅবস্থান ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারিরা। বুধবার ১৬ই সেপ্টেম্বর সকালে স্থানীয় জাতীয় জুটমিলের প্রধান গেইটের সামনে এই কর্মসূচিতে মিলটির হাজারের বেশী শ্রমিক-কর্মচারি অংশ নেন।

জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারি সমম্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারি নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করেই গত ২রা জুলাই বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় জুটমিলসহ দেশের ২৫টি পাটকল। করোনাসময়ে এসব মিল বন্ধ করে দেয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের ২২শ শ্রমিক-কর্মচারিসহ বন্ধ করে দেওয়া মিলগুলোর প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মচারী জীবন আজ মানবেতর।

শ্রমিক-কর্মচারী এবং সর্বপোরি রাষ্ট্রের স্বার্থে এসব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকদের কাজ উৎপাদন করা। আর উৎপাদিত পন্য বিক্রি ও প্রতিষ্ঠানকে লাভজনক করবার দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। ব্যবস্থাপনায় দুর্ণীতির কারণেই এসব মিলে বছরের পর বছর ধরে লোকসান গুণতে হচ্ছে জানিয়ে বক্তারা রাষ্ট্রীয় মালিকানায় রেখেই দুর্ণীতিমুক্ত ব্যবস্থাপনায় পাটকলগুলো চালুর দাবি জানান।

একইসঙ্গে লোকসানের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিতে সারাদেশে শ্রমিক-কর্মচারি সমন্বয় পরিষদের উদ্যোগে আন্দোলন জোরদার করবার প্রত্যয় জানান সমাবেশ উপস্থিত শ্রমিক-কর্মচারীরা। তারা দ্রুত তাদের বকেয়া সব বেতনভাতা পরিশোধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে।

জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারি সমন্বয় পরিষদের আহবায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলের আহবায়ক বরকতুল্লাহ, বাসদের আহবায়ক নব কুমার কর্মকার ও কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ইসমাইল হোসেন এবং জাতীয় জুটমিল শ্রমিকলীগের সভাপতি আওরঙ্গ আজিজ স্বপন প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন