জমে উঠেছে জয়পুরহাটে উপ-নির্বাচনের প্রচারণা

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে ক্ষেতলাল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার উপ-নির্বাচন শেষ দিনের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরা। আগামী ১০ ডিসেম্বর ক্ষেতলাল পৌরসভার ১নম্বর ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে দুইজন আওয়ামী লীগ ছাকাওয়াৎ হোসেন, সামছুল আলম মৃধা, বিএনপির তৈয়বুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে একটি কেন্দ্রে ১৯৩২জন ভোটারের মধ্যে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে।

এদিকে রির্টানিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে নির্বাচন প্রভাবিত ও কেন্দ্র ঝুঁকিপূর্ণের আশংঙ্খায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়ন চেয়েছেন এক প্রার্থী ছাকাওয়াৎ হোসেন ।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ উপ-নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের পাশাপাশি আইনশৃংঙ্খলাসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২৩ নভেম্বর ২০ এ ওয়ার্ডে কাউন্সিলর নাজিম উদ্দিনের মৃত্যুতে পদটি শূন্য হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন