|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের ৮ ইউপি সদস্যর অনিয়ম দুর্নীতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে মানহানীকর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার ১০ জুলাই দুপুরে ইউনিয়ন বাসীর আয়োজনে শৈলজানা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে জনাকীর্ন এই সংবাদ সম্মেলনে হাজী আব্দুল বাতেন সভাপতিত্বে ইউপি আব্দুল মতিন মন্ডল, আবুল হোসেন মাষ্টার, আব্দুর রোউফ, মাসুদ পারভেজ, আব্দুস সামাদ, আব্দুস সালাম, আলমগীর হোসেন, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিষদের ১নং ওয়ার্ড সদস্য রাসেদুল হাসান, ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল হাকিম, ৪ নং ওয়ার্ড মেম্বর আব্দুল মজিদ, ৫ নং ওয়ার্ড মেম্বর হেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড মেম্বর আরফান আলী, ৮নং ওয়ার্ডের মেম্বর পরশ আলী, ৯নং ওয়ার্ডের মেম্বর মজনু সরকার নিজ নিজ এলাকার গত ৪ বছরের ৫৫টি উন্নয়ন প্রকল্পের সভাপতি হয়ে কাজ না করে ৬৫ লাখ টাকা আত্বসাৎ করেছে।
এছাড়া বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ, মাতৃকালীন ভাতা কার্ড টাকার বিনিময়ে প্রদান করেছে। এসব কাজের প্রতিবাদ করায় চেয়ারম্যান মতিন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেছে। পুরো ইউনিয়নবাসী তাদের দুর্নীতি অনিয়ম দ্বারা অতিষ্ট। তখন বক্তারা মেম্বরদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত পুর্বক শাস্তি দাবী করেন।