চৌহালীতে ভিজিডির ৪৭ বস্তা চাল মিলল নারী ইউপি সদস্যের বাড়িতে

এলাকাবাসীর অভিযোগ, উদ্ধার করা চাল বিতরনের সময় কার্ডধারীদের কাছ থেকে কমদামে কেনা হয়েছিল চেয়ারম্যান আব্দুল মজিদের সামনে থেকেই। দীর্ঘ দিন ধরেই এভাবে রিলিফের চাল বিক্রি করা হলেও নিষেধ করেনি চেয়ারম্যান। তাই তা ক্রয়-বিক্রয়, মজুদ অব্যাহত রয়েছে। তাই ভিজিডির চাল উদ্ধারের ঘটনায় চেয়ারম্যান তার দায় এড়াতে পারেন না।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

দু:স্থদের জন্য বরাদ্দ ৪৭ বস্তা সরকারি চাল পাওয়া গেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখুরিয়ার নারী ইউপি সদস্য জহুরা বেগমের বাড়িতে। অভিযোগ উঠেছে উদ্ধার করা ১ হাজার ৪১০ কেজি চাল ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের যোগসাজোশে অন্যত্র বিক্রির করতে জহুরা বেগমের বাড়িতে মজুদ করা হয়েছিল।

চৌহালী উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, এসব চালের কথা জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে সোমবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। তখন ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ নারী ইউপি সদস্য পালিয়ে যায়। এরপর ৪৭ বস্তা চাল উদ্ধার করে নিয়ে আসা হয়।

এলাকাবাসীর অভিযোগ, উদ্ধার করা চাল বিতরনের সময় কার্ডধারীদের কাছ থেকে কমদামে কেনা হয়েছিল চেয়ারম্যান আব্দুল মজিদের সামনে থেকেই। দীর্ঘ দিন ধরেই এভাবে রিলিফের চাল বিক্রি করা হলেও নিষেধ করেনি চেয়ারম্যান। তাই তা ক্রয়-বিক্রয়, মজুদ অব্যাহত রয়েছে। তাই ভিজিডির চাল উদ্ধারের ঘটনায় চেয়ারম্যান তার দায় এড়াতে পারেন না।

এ ব্যাপারে খাসপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার জানান, উদ্ধার করা চাল বিতরনের সময় আমার এখান থেকেই কেনা হয়েছিল। আমি বাধা দিলেও চাল ক্রয়-বিক্রয় মজুদকারীরা শোনে না। একাজে আমি জড়িত নই।

এদিকে এ ঘটনার ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন জানান, আমরা জানা মাত্রই অভিযান চালিয়ে চাল গুলো উদ্ধার করেছি এবং অসহায়দের জন্য বরাদ্ধের চাল আত্মসাৎ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন