|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ’র গুলিতে ফারুক ও মোজাম্মেল নামের ২ বাংলাদেশি আহত হয়েছে। আহত ব্যক্তিরা ভারতে গরু আনার জন্য সীমান্ত পার হয়। আহতরা গোপনের চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে।
বৃস্পতিবার ভোরে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে ওপারে এঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গোলাদিঘি গ্রামের আমজাদ আলীর ছেলে ফারুক (৩০) একই উপজেলার জশৈল গ্রামের মৃত আকালুর ছেলে মেজাম্মেল হোসেন (৩৫)।
১৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আরিফুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত পিলার-২১৯/৪৫-আর এর নিকট দিয়ে বৃস্পতিবার ভোর প্রায় ৫ টার দিকে বাংলাদেশি চোরাকারবারীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৪৪ বেলডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুটেল বর্ষষ করলে তারা আহত হয়।
তিনি আরো জানান, ভারতে গরু আনতে যাবার সময় এ ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনার বিষয় জানতে চেয়ে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হচ্ছে।