|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
খাদ্যসহায়তা ও বাস চালানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জের বাস শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের এম এ মতিন বাস টার্মিনালের সামনে বিক্ষুব্ধ অবস্থান নেন শ্রমিকরা।
করোনার কারণে মাস ধরে বাস চলাচল বন্ধ। রোজগার না থাকায় যারপর নাই অর্থকষ্টে রয়েছেন জানিয়ে শ্রমিকরা বলেন, তাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই, যা দিয়ে ছেলেপুরের মুখে দু’মুঠো খাবার দেবেন।
শ্রমিকদের অভিযোগ, বারবার নেতাদের কাছে গেলেও তাদের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি তারা। অনুপায় হয়েই তাদেরকে আজকে রাস্তায় নামতে হয়েছে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যানসহ যানবাহন আটকা পরে। পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলে আরো বিক্ষুব্দ হয়ে ওঠে শ্রমিকরা।
দুপুরের পরে সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক আনছার আলী এসে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।#