|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের কামারখন্দে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসুচির ৩৫ বস্তা চাউলসহ আল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা কামারখন্দের হাঁট খোলায় অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করেন। আটককৃত আল মাহমুদ উপজেলার কামারখন্দ গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, কামারখন্দ বাজারে মেসার্স মেহেদী ট্রেডার্স একটি প্রতিষ্ঠানে সরকারী চাল মজুদ রয়েছে জানতে পেরে অভিযান চালায়। তখন ৩৫ বস্তাসহ আল মাহমুদকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-সহকারী খাদ্য পরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চালসহ আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রচ্ছদ » কামারখন্দে ত্রানের ৩৫ বস্তা চালসহ আটক ১
কামারখন্দে ত্রানের ৩৫ বস্তা চালসহ আটক ১
সিরাজগঞ্জের কামারখন্দে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসুচির ৩৫ বস্তা চাউলসহ আল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
- অক্টোবর ১৪, ২০২০
- ৮:৪০ অপরাহ্ণ
- প্রিন্ট সংস্করণ
এই সম্পর্কিত আরও সংবাদ
জয়পুরহাটে পুলিশের আধুনিক ডাইনিং মেসের উদ্বোধন
আগস্ট ২৪, ২০২১
১৫, ১৭ ও ২১ আগস্টের হামলা মূলত একই সূত্রে গাঁথা
আগস্ট ২২, ২০২১
এই বিভাগের সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে ডাকাতি, আহত ৫
আগস্ট ২৪, ২০২১
জয়পুরহাটে পুলিশের আধুনিক ডাইনিং মেসের উদ্বোধন
আগস্ট ২৪, ২০২১