|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের এনায়েতপুরের সৈয়দপুরে রাতভর কবিরাজ দিয়ে ঝাড় ফুঁ দেয়ার পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রেজিয়া পারভিন (২৬) এলাকার ছাদ্দাম হোসেনের স্ত্রী। তার লাশ ঘরের ধরনার গলায় রশির সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, শিশু ২ সন্তানের জননী রেজিনা পারভিন বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা সহ নানা রোগে ভুগছিল। স্বামী ও পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসা না করিয়ে বিষয়টিকে ভুতে ধরেছে মনে করে কবিরাজী চিকিৎসা করিয়ে আসছে।
এমন অবস্থায় বুধবার সন্ধ্যায় পাশের চৌবাড়িয়া গ্রামের কামাল কবিরাজকে ডেকে এনে রেজিয়ার দেহের কথিত ভুত ছাড়াতে রাতভর ঝাড়-ফুঁ সহ নানা রকম অপচিকিৎসা দেয়। এরপর বৃহস্পতিবার সকালে ঘরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি তদন্ত কেএম রাকিবুল হুদা জানান, মৃত্যু ঘটনা রহস্যজনক। তাই মৃত্যুর কারন জানতে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সসা/স্বপন/এসএম