।। সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ।।
সংস্কারের অজুহাতে বন্ধ করার প্রায় ৬ মাস পর আগামী ৫ সেপ্টেম্বর চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এদিনে শর্ত সাপেক্ষে আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ মোট ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবার মধ্য দিয়ে আবারও রেলসেবা পেতে যাচ্ছে সিরাজগঞ্জবাসি। বাংলাদেশ রেলওয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
আন্তঃনগর ট্রেনের সকল (ধারণ ক্ষমতার শতকরা ৫০%) টিকিট একইসঙ্গে অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রিত টিকিট ক্যানসেল করে টাকা রিফান্ড করা যাবে না।
চলতি বছরের ২৫’শে ফেব্রুয়ারি সংস্কারের অজুহাতে আচমকা ট্রেনটি বন্ধ করে দেয়া হয়। ঐ সময়ে সংস্কার কাজ শেষ করে অতিদ্রুত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করা হবে বলে জানানো হলেও ট্রেনটি চালু না করে সময়ক্ষেপন করতে থাকে রেলওয়ে কতৃপক্ষ।
এই অবস্থায় চলাচল অব্যাহত থাকতেই সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করা প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের নানা তালবাহানা অব্যাহত রাখা অবস্থাতেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে গত ২৪ মার্চ সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুই মাস পর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। গত ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। বর্তমানে বিভিন্ন গন্তব্যে ৩৪টি ট্রেন চলাচল করছে। ১৭ই আগস্ট রোববার রেলের বহরে যুক্ত হয়েছে আরও ২৬টি ট্রেন। সবমিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা ৬০টি, অর্থাৎ ৩০ জোড়া ট্রেন ।
দেরিতে হলেও সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার আহ্বায়ক ও স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি’র সংগঠক কমরেড নব কুমার কর্মকার বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবার খবরে সিরাজগঞ্জবাসির মাঝে স্বস্তি ফিরে এসেছে, আমরা আনন্দিত। আমরা চাই সুষ্ঠ ব্যাবস্থাপনা ও যাত্রিসেবার মধ্য দিয়ে এই রেলটি জনপ্রিয় হয়ে উঠুক।