|| চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
করোনা দূর্যোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তর্বতী এলাকায় ৫টি এতিমখানার প্রায় ২’শ এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৫৯ বিজিবি।
মঙ্গলবার ১৯ মে সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালয়িনরে উদ্যোগে ক্ষূদার্থ এতিমদের মাঝে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তের ৫টি এতিম খানার শিশুদের মাঝে চাল, ডাল, তৈল, লবণ, আটা, সুজি ও বিস্কুট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, কোম্পানী ও বিওপি কমান্ডারসহ ঐ প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বিজিবি’র রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, করোনা র্দুযোগে দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁপাইনবাবগঞ্জরে সীমান্তর্বতী এলাকায় এতিম শিশুরা খাদ্য সংকটরে মধ্যে পড়েন।আর সামাজকি দুরত্ব বজায় রেখে খাদ্য সংকটে পরা ২শ এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও জানান, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সকল র্পযায়ে করোনা দুর্যোগ মর্হুতে যার যার জায়গা থেকে অসহায় শিশুদের সহায়তা করে আসছেন। সতর্ক থেকে সবাইকে একসাথে নিয়ে করোনা যুদ্ধ জয় করার কথাও বলেন তিনি।
সসা/জেডআই/এসএম/সেখা