পাঁচবিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১৫, ১৭ ও ২১ আগস্টের হামলা মূলত একই সূত্রে গাঁথা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার পশ্চিম বালিঘাটা এলাকায় এমপির বাসভবন চত্তরে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঞ্জুমান আরা সঞ্চালনায় সভাপতি মাছুমা বেগম ঝর্না এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, উপজেলা আ’লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দীন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি এস. কে হক, যুগ্ম সম্পাদক জিহাদ মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি ডাক্তার সাইদুর রহমানের কন্যা উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মাছুদা বেগম ঝর্না নিজস্ব অর্থায়নে চার শতাধিক গাছ বিতরণ করা হয়েছে। এর আগেই স্টেশন এলাকায় প্রায় এক হাজার মাস্কও বিতরণ করা হয়েছে।