স্ত্রীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

পারিবারিক কবরস্থানে দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীকে দাফন করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে পারিবারিক কবরস্থানে স্ত্রী শব্দ সৈনিক শিক্ষাব্রতী দিপ্তী লোহানীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা করা হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অরিফুজ্জামান জানান, রাত সাড়ে ৯টায় জানাযা শেষে পৌনে ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ,উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অরিফুজ্জামান।

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা  যান দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। শনিবার (২০ জুন) সকাল সোয়া ১০টার সময় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

কামাল লোহানী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের বাসিন্দা । তাঁর পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। বাবা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী। মা রোকেয়া খান লোহানী। তাদের বসতি ছিলো চৌহালী উপজেলার যমুনা পাড়ের খাস কাউলিয়ায়। আগ্রাসী যমুনা নদী গর্ভে চলে যায় বাড়ি ঘর, জমি জমা। তার বাবা চলে আসেন উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে। এখানেই জন্ম তার ১৯৩৪ সালের ২৬ জুন। তার জন্মের ৬-৭ বছর পর তার মা মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন