|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
বিসিক শিল্পপার্ক স্থাপনের মধ্য দিয়ে সিরাজগঞ্জকে দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে একথা জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মোস্তাক হাসান। আগামী এক বছরের মধ্যে সব কাজ শেষে ৪০০ একরের এই পার্কে ছোট বড় ৮২৯ টি শিল্প কারখানা গড়ে উঠবে জানিয়ে মি. হাসান বলেন, এতে করে এই অঞ্চলে যেমন বাড়বে বড় শিল্প, তেমনি তৈরি হবে কাজের সুযোগ।
সড়ক, নৌ ও রেল যোগাযোগ থাকায় কাঁচামাল আনা ও উৎপাদিত পন্য সরবরাহ সুবিধাজনক হওয়ায় ইতোমধ্যেই দেশি বিদেশি অনেক বিনিয়োগকারীই এই পার্কে বিনিয়োগ করবার আগ্রহ দেখাচ্ছে বলেও জানান বিসিক চেয়ারম্যান।
শুক্রবার দুপুরে পার্ক এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। বলেন, শিল্পায়ানে সমৃদ্ধ না হলে দেশ এগিয়ে যাবে না, এই নীতিতে সারা দেশে বিসিকের মাধ্যমে শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ধারাবাহিকতায় সিরাজগঞ্জে এই শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে এখানে ৮০ শতাংশের মত মাটি ভরাটের কাজ শেষ হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান নারায়নগঞ্জ ডক ইয়ার্ড তথা ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং যথা সময়ে কাজ শেষ করতে পারছে না জানিয়ে মোস্তাক হাসান বলেন, আগামীতে আর এই প্রতিষ্ঠানকে কোন কাজ দেয়া হবেনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতি আর অদক্ষতার কারনে পার্কের নির্মান কাজে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান বিসিক চেয়ারম্যান। তারপরও নিরাপত্তা প্রাচীর নির্মান, বিদ্যুৎ, ও গ্যাস সংযোগ স্থাপনের কাজ দ্রুত করবার চেষ্টা হচ্ছে।
এসময় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি, ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান প্রকৌশলী লে. কর্নেল (অবঃ) জিয়াউল হাসান, ও বিসিকের কর্মকর্তারা বিসিক প্রধানের সঙ্গে ছিলেন।