সিরাজগঞ্জে ৯ ইউএনও’র বাস ভবনে আনসার মোতায়েন

সিরাজগঞ্জের ৯টি উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবনে নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৪জন করে আনসার সদস্য আগ্নেঅস্ত্রসহ তারা দায়িত্ব পালন করবে।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ||

সিরাজগঞ্জের ৯টি উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবনে নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৪জন করে আনসার সদস্য আগ্নেঅস্ত্রসহ তারা দায়িত্ব পালন করবে। রোববার বেলা ১২টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মওলা।

তিনি জানান, অনভিপ্রেত ঘটনা এড়াতে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৪জন করে মোট ৩৬জন আনসার নির্বাহী অফিসার দের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। আনসাররা প্রত্যেক উপজেলা পরিষদ একাডেমীতে ক্যাম্প স্থাপন করেছেন। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।

সদর উপজেলা নির্বাহী মো. আনোয়ার পারভেজ জানান, গত (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনে ডিউটি শুরু করেছেন। তারা এ সংক্রান্ত পত্র আমাকে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন