সিরাজগঞ্জে হত্যা মামলার আসামী কারাবন্দীর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলায় বন্দী আবুল কাশেম মারা গেছে। তার বয়স ৫৭ বছর। বুধবার ২২শে জুলাই ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত আবুল কাশেম কাসু শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলায় বন্দী আবুল কাশেম মারা গেছে। তার বয়স ৫৭ বছর। বুধবার ২২শে জুলাই ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত আবুল কাশেম কাসু শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে।

সিরাজগঞ্জ জেল সুপার আল মামুন জানান, আবুল কাশেম বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, মৃত আবুল কাশেম হত্যা মামলার আসামী ছিলেন। তার হাজতী নম্বর ১৫৩২/১৮, শাহজাদপুর থানার মামলা নম্বর-১৫/১৮, আইনী প্রক্রিয়া ও ময়না তদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল আহমেদ জানান, বুধবার ভোরে আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন