।। সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।।
ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুভ মহালয়া উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ভোরে শহরের শ্রী শ্রী মহাপ্রভূর আখড়া কেন্দ্রীয় মন্দিরে পুজা উপযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা এই মহালয়া অনুষ্ঠানের আয়োজন করে।
চন্ডী পাঠের মধ্য দিয়ে শুভ মহালয়া অনুষ্টান শুরু হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য এ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন।
এ সময় জেলা পুজা উপযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারন সম্পাদক সঞ্জয় সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনার কারনে এ বছর সীমিত আকার স্বাস্থ্যবিধি মেনে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।